ডেস্ক রিপোর্টঃ
চিকিৎসকদের নাম ব্যবহার করে অনুনোমোদিত চিকিৎসাব্যবস্থা চালু থাকলে তা চিহ্নিত করে স্বাস্থ্য বিভাগকে জানানোর জন্য জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। আজ বৃহস্পতিবার সকালে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই বিষয়ে বিভিন্ন এলাকার সংসদ সদস্য ও চেয়ারম্যানরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় অনুনোমোদিত বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হচ্ছে। এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও চিকিৎসক পরিচয়ে অস্ত্রোপচারের বিষয়টি ধরা পড়েছে। মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, বিষয়টি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, পারবেও না। এলাকার জনপ্রতিনিধিদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।
এমএজি ওসমানী হাসপাতালের সেবাদান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব হাসপাতালগুলোয় যে অবস্থা, ওসমানী হাসপাতালেও একই অবস্থা। গতকাল (বুধবার) সিলেট বিভাগের সব টিএইচএফপিও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ও সুপারিনটেনডেন্টের সঙ্গে কথা বলেছি। যেসব সমস্যা চিহ্নিত করতে পেরেছি, সেটি হচ্ছে জনবলের খুব অভাব। বিভিন্ন উপজেলায় আমরা যদি ঠিকমতো কনসালট্যান্ট দিতে পারি, তাহলে উপজেলা পর্যায়ে ভালো কাজ হবে। মাটিতে রোগী শুয়ে থাকবে না—এ লক্ষ্যেই কাজ শুরু করব। এক দিনে পারব না; পর্যায়ক্রমে এগুলোর সমস্ত সমাধান করার চেষ্টা করব।’
সিলেটে উদ্বোধন হওয়া ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান, স্বাস্থ্যমন্ত্রী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতনের দাবিতে আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ার নয়। বিষয়টি ইউজিসির (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)। তারপরও মানবিক দিক বিবেচনা করে তিনি সমাধানের জন্য চেষ্টা করবেন।
হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ওসমানী মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিলেটের সব মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের আয়োজনে ‘ডিজিজ স্পেসিফিক অ্যাকউন্টস ২০২০’ শীর্ষক গবেষণা অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন।