আজাদুর রহমান:
অস্বাস্থ্যকর অনিরাপদ ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল ব্যাবহারের প্রতিবাদে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বগুড়া জেলা কমিটি।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল গত ২১শে এপ্রিল রবিবার বগুড়া সফর করেন। তারা বিকাল ২ ঘটিকায় বগুড়া ভোক্তা অধিদপ্তর কর্যালয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলা কমিটির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বগুড়া ক্যাবের সভাপতি ডাঃ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে-প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জামিল চৌধুরী।
বিশেষ অতিথি কেন্দ্রীয় ক্যাবের সেক্রেটারী অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের সহকারী অফিসার মোঃ রাসেল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আজাদ হোসেন তালুকদার, ফজিলাতুন্নেসা ফৌজিয়া।
সফর কার্যক্রম সফর করতে ২৩ শে এপ্রিল এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় বক্তারা খাবারের যথাযথ পরিবেশ, মানসম্মত খাবার গ্রহন ও ব্যাবহার সম্পর্কে বক্তব্য প্রদান করেন।