ডেস্ক রিপোর্টঃ
চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে ২১৭ বার করোনাভাইরাসের টিকা নিয়েছেন এক জার্মান নাগরিক। গত আড়াই বছর ধরে মেডিকেল পরামর্শ ও ডাক্তারদের রিপোর্ট উপেক্ষা করে তিনি এই টিকা নেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ল্যানসেটের ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২৯ মাস ধরে এই টিকাগুলো দেওয়া হয়েছে। টিকাগুলো ব্যক্তিগতভাবে কিনে পুশ করা হয়েছে।
আরল্যাঙ্গেন-নুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, ওই ব্যক্তি এত টিকা নেওয়ার পরেও অসুস্থ হননি।
গবেষকরা স্বতঃপ্রণোদিত হয়ে ওই ব্যক্তির সঙ্গে যোগাগো করে তাকে বিশ্ববিদ্যায়ে আসার আমন্ত্রণ জানান। ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে আসেন এবং গবেষকদের প্রশ্নের উত্তরে জানান, গত ২৯ মাসে মোট ২১৭ বার করোনা টিকার ডোজ নিয়েছেন তিনি এবং এখন পর্যন্ত কোনো প্রকার শারীরিক-মানসিক প্রতিক্রিয়া বোধ করেননি।
গবেষকরা বলছেন, ৬২ বছর বয়সী ওই ব্যক্তি যে ২১৭টি টিকার ডোজ গ্রহণ করেছেন, সেগুলো ছিল ম্যাসেঞ্জার রাইবো নিউক্লিয়িক এসিড বা এমআরএনএ করোনা টিকা ফাইজার-এন বায়োএনটিক এবং মডার্না। এ প্রযুক্তিতে তৈরি টিকা মানবদেহে প্রবেশের পর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা শ্বেত রক্ত কণিকাকে কোনো একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে।