ডেস্ক রিপোর্টঃ
সরকারি আদেশ অমান্য করায় বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভূমি অফিসের কম্পিউটার অপারেটর (অস্থায়ী) আব্দুস সবুরকে ১৫ দিনের দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এই দণ্ড প্রদান করেন।
জানা যায়, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিসে অস্থায়ী কম্পিউটার অপারেটর আব্দুস সবুর নিয়মবহির্ভূত ভাবে বিভিন্ন কার্যক্রম করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি আদেশ অমান্য করার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।