বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৭২ হাজার জাল টাকাসহ সাইফুল ইসলাম কনা (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেস্ক রিপোর্টঃ
গ্রেপ্তার সাইফুল ইসলাম লালমনিরহাট জেলার সদর উপজেলার খোচাবাড়ী গ্রামের মোঃ অলির ছেলে। বৃহস্পতিবার দুপুরে একটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের রেলওয়ে জংশন স্টেশনের পশ্চিম পাশে জনৈক টুটুলের বিকাশের দোকানের সামনে অভিযান চালিয়ে জাল টাকাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে জাল ১হাজার টাকা ৫০টি, ৫০০টাকা ৩৬টি ও ২০০টাকা ২০টি উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত সাইফুল ইসলামকে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।