নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর জেলার হিলিতে ৩ দিনের ব্যবধানে আদার দাম বেড়েছে। আকারভেদে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে আদার। ৩ দিন আগে রোববার (৩ মার্চ) প্রতিকেজি বিক্রি হয়েছে ১৫০ টাকা। মঙ্গলবার (৫ মার্চ) বিক্রি হয়েছে মানভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে।
ক্রেতারা বলছেন, সামনে পবিত্র রামজান মাস। এভাবে যদি আদার দাম বাড়তে থাকে, তাহলে মধ্যবিত্তের পক্ষে আদা কেনা অসম্ভব হয়ে পড়বে। বিক্রেতা বলছেন, হিলিবাজারে যেসব আদা বিক্রি হয়, সবই ভারত থেকে আমদানি করা। আমদানিকারকদের কাছে থেকে বেশি দামে কেনার কারণেই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
পাইকারি আদা বিক্রেতারা জানান, ‘হিলি বাজারে যেসব আদা বিক্রি হয়, তার সবাই ভারতীয়। ভারতে হয়তো আদার দাম বেড়েছে। প্রভাব পড়ছে বাংলাদেশে। আগে আমরা আমদানিকারকদের কাছ থেকে প্রতিকেজি আদা মানভেদে ১৩০ টাকা কেজি দরে কিনে ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি করেছি।’
সোমবার (৪ মার্চ) আমদানিকারকদের কাছ থেকে কিনেছি মানভেদে প্রতিকেজি আদা ১৭০ থেকে ১৮০ টাকা দরে। আর আমরা খুচরা বিক্রি করছি ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে।
এদিকে, হিলি কাস্টমস সূত্রে জানা গেছে , গেলো ফেব্রুয়ারি মাসে হিলিবন্দর দিয়ে ৬৩টি ভারতীয় ট্রাকে ১ হাজার ৬৩ মেট্রিক টন আদা আমদানি হয়েছে।