ডেস্ক রিপোর্টঃ
আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন। হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের সবাই নারী ও শিশু। তালেবানের মুখপাত্র জানান, পাকিস্তানের বেপরোয়া হামলার কারণে তাদের মৃত্যু হয়েছে।
২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত অঞ্চলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চলছে।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানি বিমান খোস্ত ও পাকতিকা প্রদেশে বেসামরিক ভবনে বোমা হামলা চালায়। এক বিবৃতিতে তিনি বলেন, তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানায়। এটা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত।