ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে চেষ্টার করেন। পরে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নেভানোর কাজ করলে আগুন নিয়ন্ত্রণে।
তিনি বিলেন, সম্ভবত ওয়েল্ডিং করার সময় ভবনটিতে আগুন লাগতে পারে। আগুনের ভয়াবহতা কম ছিল। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।