এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জে ৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত হয়েছেন। এ ছাড়া একটি কেন্দ্রের কেন্দ্র সুপার ও অপর একটি কেন্দ্রের এক কক্ষ পরিদর্শকের দায়িত্ব বাতিল করা হয়েছে।
এখানে মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোতে ৬০টি মাধ্যমিক বিদ্যালয়, ৬৩টি মাদরাসা ও ৬টি কারিগরি বিদ্যালয় হতে এ বছর মোট ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত হয়েছেন ৪ হাজার ৭ জন। অনুপস্থিতির মধে মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন, মাদরাসার ৬৩ জন ও কারিগরি বিভাগের রয়েছেন ১ জন।
পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সুশৃংখল উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কেন্দ্র সভাপতি এসএম তারেক সুলতান বলেন, দু’জন শিক্ষকের কর্তব্য পালনে অসতর্কতা পরিলক্ষিত হওয়ায় তাদের দায়িত্ব বাতিল করা হয়েছে।