নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় কলেজ পড়ুয়া ছাত্রী অপহরণ মামলায় অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া কোম্পানি। পাশাপাশি কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা জানান, চলতি বছরের ২৩ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী থানাধীন তরফমেরু এলাকায় কলেজ পড়ুয়া এক ছাত্রী কলেজে যাওয়ার পথে শামীম হোসেন (২৮) কলেজ ছাত্রীকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলা নং-১৬, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)।
এ ঘটনায় কলেজগামী কোমলমতি শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই প্রেক্ষিতে গতকাল ৫ মার্চ র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে কলেজ ছাত্রীকে উদ্ধার ও শামীম হোসেন (২৮), পিতা- মৃত জাহাঙ্গীর আলম, সাং- প্রথমার ছেও, থানা- গাবতলী, জেলা- বগুড়া’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে ও কলেজ ছাত্রীকে গাবতলী থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।