ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় পথচারী মো. কফিল উদ্দিন ( ৪৭) নিহত হয়েছেন। তিনি প্রাণ এগ্রো কোম্পানির জিএম (অপারেশন) ছিলেন।
আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের অদূরে ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কফিল উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কালাপাড়ায় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন। এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন তিনি।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের সহকর্মী আরিফ মেহেদি রিপন বলেন, তাদের কালিগঞ্জে একটি প্রজেক্টে যাওয়ার কথা ছিল। তিনি তার বসুন্ধারা আবাসিক এলাকার বাসা থেকে ৩০০ ফিট এসে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে সকাল ৯টা ৫১ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।