ডেস্ক রিপোর্টঃ
তীব্র দাবদাহের প্রকোপ থেকে বাঁচতে ক্লাসরুমকে সুইমিং পুল বানিয়ে ফেলেছে স্কুল কর্তৃপক্ষ। ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এই ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, প্রদেশটিতে এখন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। কান্নাউজে একটি স্কুলে তাই শিক্ষার্থীদের জন্য নেওয়া হয়েছে অভিনব ব্যবস্থা। গরমের কারণে অনেক শিশুই স্কুলে যাচ্ছিল না। তাদের স্কুলে নিয়ে আসতে এই উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ।
মাহসানপুর গ্রামের ওই প্রাথমিক বিদ্যালয়ে ধারণকৃত ভিডিওতে দেখা যায় অনেক শিক্ষার্থী ক্লাসরুমের ভেতরে তৈরি অস্থায় সুইমিংপুলে খেলা করছে। দেখতে সেগুলো দুই ফিট পানির ট্যাংকির মতো। স্কুলের অধ্যক্ষ বৈভব রাজপুত বলেন, গত কয়েকদিন গরম ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল। এতে করে আমাদের শিক্ষার্থী সংখ্যা একদমই কমে গেছে। তবে যখন ক্লাসরুমগুলোতে আমরা এভাবে পানির ব্যবস্থা করি। বাচ্চারা আবার ফিরে আসতে শুরু করেছে।