ডেস্ক রিপোর্টঃ
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলায় সাতজন ত্রাণকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও ফিলিস্তিনের নাগরিক ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। নিহত ত্রাণকর্মীরা দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) এর সদস্য ছিলেন। সংস্থাটির প্রধান নির্বাহী এরিন গোর বলেন, তাদের টিম ডিকনফ্লিক্ট জোনে ত্রাণসংস্থার লোগো সম্বলিত গাড়িতে চলাচল করছিলেন। তখনই হামলা করা হয়।
তিনি বলেন, এই হামলা সকল ত্রাণ সংস্থার ওপর হামলা। নিহত সেই টিম গাজা উপত্যকায় ১০০ টনেরও বেশি মানবিক সাহায্য নিয়ে এসেছিলেন।
এরিন গোর আরও বলেন, গাজা উপত্যকায় খাদ্যকে যুদ্ধাস্ত্র বানানো হয়েছে। এটা মেনে নেওযা যায় না।
ইসরায়েলের পক্ষ থেকে হামলার কথা স্বীকার করা হয়নি। তারা বলছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন তারা।