আজাদুর রহমান:
বগুড়ার গাবতলীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ মাদক কারবারীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া বউবাজার এলাকার মৃত গফুর সরকারের ছেলে মেহেদী হাসান, সাবগ্রাম আকাশতারা এলাকার মৃত হিরোর ছেলে আনোয়ার হোসেন, সদরের মেঘাগাছা এলাকার হাটুনের ছেলে কামরুল, সারিয়াকান্দি উপজেলার কোপতলা এলাকার লোকমানের ছেলে আলমগীর। এ সময় তাদের নিকট থেকে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল ফোন সহ মাদক বিক্রির ৯০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠায়।