আজাদুর রহমান:
বগুড়া গাবতলীর উপজেলার নেপালতলী ইউনিয়নের ধনঞ্জয় গ্রামের কামাল হোসেনের বাড়ীতে হামলার প্রতিবাদে ১১ ই মার্চ (সোমবার) নেপালতলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা নিউটন এর বিরুদ্ধে ধনঞ্জয় বাজারে এলাকাবাসী মানববন্ধন করেছে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল বাকী, সাবেক ইউপি সদস্য আজিজুল হক জিন্না, স্থানীয়দের মধ্যে কাজী খলিলুর রহমান, এমদাদুল হক, সমেশ খান, জহির উদ্দিন ফকির, ফটু মোল্লা, বেলাল মোল্লা, তুলা প্রামানিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নেপালতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন নিউটন। কিছুদিন পূর্বে এক গর্ভবতী নারীকে পারিবারিক কলহের জেরে পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে তারা থানায় মামলা দায়ের করলে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে নিউটন। বিষয়টি আলোচনা সমালোচনার সৃষ্টি হলে উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী নিউটনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।