নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার গাবতলীতে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। ৫ই মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় তাকে আটক করা হয়।
আটককৃতের নাম জাকিরুল ইসলাম (২৭)। তিনি গাবতলির দুর্গহাটা ইউনিয়নের মৃত কবো কসাইয়ের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ পিপিএম।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গাবতলী মডেল থানার এসআই (নিঃ) ত্রিদীপ কুমার মন্ডল সঙ্গীয় অফিসার ফোর্সসহ দূর্গাহাটা চারমাথা সিএনজি ষ্ট্যান্ডের আব্দুর রাজ্জাক ‘‘ভাই-বোন ষ্টোর’’ নামের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে জাকিরুলের শরীর থেকে ২০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এ বিষয়ে এসআই (নিঃ) ত্রিদীপ কুমার মন্ডল বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।