নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরিহহাট এলাকা আগুনিয়ারটাইর দাখিল মাদরাসার অনিয়ম করে কমিটি গঠন করায় অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে তদন্ত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ আফসানা ইয়াসমিন।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড গত ৬ ফেব্রুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক আগুনিয়ারটাইর দাখিল মাদরাসার ম্যানিজিং কমিটি ঘোষনা করে। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে ও উক্ত মাদরাসায় কোন প্রকার নিয়মতান্ত্রিকভাবে ভোট না হওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অভিভাবক সদস্য পেরী গ্রামের আলতাফ আলী প্রমানিকের ছেলে সোয়াইব হোসেন মাদরাসা বোর্ডে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মাদরাসা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রেজিষ্টার প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান অভিযোগ আমলে নিয়ে সরজমিনে তদন্ত পুর্বক সুস্পষ্ট মতামত ও প্রতিবেদন প্রেরনের জন্য বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ আফসানা ইয়াসমিনকে চিঠি দেন।
৪ঠা মার্চ সোমবার পেরিহহাট এলাকায় অবস্থিত আগুনিয়ার টাইর দাখিল মাদরাসায় উপস্থিত হয়ে, প্রকাশ্যে ও গোপনে দীর্ঘক্ষন তদন্ত করেন এই কর্মকর্তা। তিনি মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোজাফফর রহমান, শিক্ষকবৃন্দ, অভিযোগকারী সোয়াইব হোসেন, সাবেক সভাপতি আলতাফ আলী, প্রফেসর বাবুসহ এলাকার বিভিন্ন ব্যাক্তির মতামত শোনেন এবং লিখিত মতামত গ্রহন করেন।
অভিযোগকারী সোয়াইব হোসেন পুর্বের কমিটির সদস্য ও প্রত্যাশিত সভাপতি পদপ্রার্থী। তিনি অভিযোগে বলেছেন, পুর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ার ৮০ দিন পুর্বে ভোটার তালিকা হাল নাগাদ এবং শেষ হওয়ার ৩০ দিন পুর্বে নির্বাচনের তপশিল ঘোষনা করার নিয়ম থাকলেও, কোন তারিখ ঘোষনা ও নিয়মকানুন মানা হয়নি। জালিয়াতির মাধ্যমে কমিটি অনুমোদনের জন্য মাদরাসা বোর্ডে পাঠানো হয়েছে। কমিটি বিষয়ে পূর্বের সদস্য বর্তমান অভিভাবক ও সদস্যগন অবগত নন। পূর্বের অবৈধ কমিটির বিরুদ্ধে অভিভাবক সদস্য আজিজার রহমান বাদী হয়ে বগুড়া জজ কোর্ট আদালতে ৪০৫/২১ এবং (মিস আপিল১৬০/২০২৩) একটি মামলা চলমান রয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে। তিনি অবৈধ কমিটির বাতিলের দাবি করে নতুন কমিটি গঠনের আহবান জানিয়েছেন।
বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ আফসানা ইয়াসমিন‘র কাছে তদন্ত ‘র বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তদন্ত প্রতিবেদন মাদরাসা বোর্ডে পাঠানো হবে। এ মুহুর্তে কোন মন্তব্য করা যাবেনা।