আজাদুর রহমান:
বগুড়ার গাবতলী মডেল থানার অভিযানে হেরোইন সহ ৩ মাদক কারবারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন গাবতলী পশ্চিম পাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে রমজান আলী, ক্ষীড়াপাড়া এলাকার বাদশার স্ত্রী রঞ্জনা বেগম, লিটনের স্ত্রী রানু বেগম। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ পিপিএম।
পুলিশের এই কর্মকর্তা জানান, ২৩ শেষ মার্চ গাবতলী থানার সুখানপুকুর ইউনিয়নের ক্ষীড়াপাড়া গ্রামের নারুয়ামালা-সুখানপুকুর গামী রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে তাদের নিকট হতে ৪ পুড়িয়া হেরোইন, যাহার ওজন ৩ গ্রাম উদ্ধার করে জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।