আজাদুর রহমান:
বগুড়ার গাবতলীতে থানা পুলিশের অভিযানে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ যুবককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন খলিশাকুড়া এলাকার ফজলু সরদারের ছেলে আল আমিন সরদার ও তেরপাখী এলাকার সাত্তার আলীর ছেলে মিষ্টার হোসেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ পিপিএম।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, পৌরসভার ৩নং ওয়ার্ডের খলিশাকুড়া মধ্যপাড়া আমিনুল ইসলাম এর গরুর ফার্মের পূর্বপার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আল আমিন সরদার এর নিকট থেকে ১১ পিস ও নেপালতলী ইউনিয়নের মতিউর রহমান এর “সমিল এন্ড সাফি ফিলিং স্টেশন” এর সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিষ্টার এর নিকট থেকে ১১ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করেন।
আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।