Search
Close this search box.
সর্বশেষ সংবাদ
নতুন উপাচার্য পেল পাঁচ বিশ্ববিদ্যালয় |||| জাবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান |||| বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ আজম |||| শীর্ষ বাছাই শিয়াওতেকের বিদায়, সেমিফাইনালে সিনার |||| ভোক্তা অধিদপ্তরের অভিযানে কমল ইলিশের দাম |||| চিকিৎসার জন্য চেয়েছিলেন ছুটি, না পেয়ে কর্মস্থলে যাওয়ার পথে মৃত্যু |||| শহীদদের তালিকায় এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে: নাহিদ ইসলাম |||| দৃষ্টিশক্তি হারাতে বসেছেন বেষম্যবিরোধী আন্দোলনে আহত নাইমুল |||| অনবদ্য সেঞ্চুরিতে র‍্যাংকিংয়ে বড় লাফ লিটনের |||| শতাধিক পোশাক-কারখানায় ছুটি ঘোষণা |||| স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু |||| সালমান এফ রহমানমুক্ত হলো আইএফআইসি ব্যাংক |||| প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বহর হবে ছোট |||| জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন |||| জার্মানিতে রাজ্যসভার নির্বাচনে কট্টর ডানপন্থীদের চমক |||| পররাষ্ট্র সচিব পদ থেকে মাসুদ বিন মোমেনের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বাতিল |||| ১২ অতিরিক্ত সচিবকে বদলি |||| সাকিবের বোলিংয়ের সময় পাকিস্তানি ব্যাটারের ‘টাইমড আউট’ আতঙ্ক |||| মসজিদে যদি পাহারা না লাগে, মন্দিরে কেন প্রয়োজন: জামায়াত আমির |||| আগস্টে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ডলার |||| নতুন ডিবিপ্রধান কে এই রেজাউল করিম মল্লিক? |||| ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করলেই কাজে ফিরবেন চিকিৎসকরা |||| সময় বেঁধে দিয়ে কর্মসূচি স্থগিত করলেন চিকিৎসকরা |||| এইচএসসি পাসে চাকরি দিচ্ছে বিকাশ |||| লিটনের অনবদ্য সেঞ্চুরিতে ২৬২ রানে থামলো বাংলাদেশ |||| রুশ প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তারের নির্দেশ |||| পুলিশের ১৬ ‍ডিআইজিকে বদলি-পদায়ন |||| সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন ড. ইউনূস |||| ঘুরে দাঁড়াতে চাই আওয়ামী লীগ |||| যৌক্তিক সময়েই নির্বাচন: প্রধান উপদেষ্টা |||| শিগগিরই ঢাকায় আনা হবে বিচারপতি মানিককে |||| পানি বণ্টন নিয়ে বাংলাদেশের প্রস্তাব বিবেচিত হতে পারে: ভারতের পররাষ্ট্র মুখপাত্র |||| ১০ বছর সময় নিয়ে আত্মজীবনী লিখলেন আবুল হায়াত |||| নাহিদের পর মিরাজের আঘাত, ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ |||| এস আলম গ্রুপের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে সিআইডির অনুসন্ধান শুরু |||| বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই শাহিন আফ্রিদি |||| জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু |||| পঁচা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না: সোহেল তাজ |||| প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা |||| শিরোপা নিয়ে দেশে ফিরল সাফজয়ী দল |||| বন্ধ হচ্ছে কালোটাকা সাদা করার সুযোগ |||| আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে: সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ |||| পাকিস্তানে বেড়েই চলেছে হত্যাযজ্ঞ, যা বলছেন প্রধানমন্ত্রী |||| নতুন করে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাখাওয়াত হোসেন |||| প্রধান উপদেষ্টার তহবিলে সেনা পরিবার কল্যাণ সমিতি-লেডিস ক্লাব-চিলড্রেন ক্লাবের অনুদান হস্তান্তর |||| ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পর ২ মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার |||| অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন |||| ৩৭ দিন পর যাত্রী নিয়ে ছুটল মেট্রোরেল |||| ফারাক্কার গেট খুলল ভারত, বন্যার শঙ্কায় যেসব জেলা |||| বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, ক্ষতিগ্রস্ত ৫৭ লাখ মানুষ |||| হাসনাত আব্দুল্লাহসহ আহতদের দেখতে ঢামেকে ৩ উপদেষ্টা |||| সিএমএইচে নেওয়া হলো হাসনাত আব্দুল্লাহকে |||| বন্যায় ফ্লাইট মিস করা যাত্রীদের টিকিট বিনামূল্যে রি-ইস্যু করতে এয়ারলাইনসকে নির্দেশ |||| সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়ে ড. ইউনূসকে শাহবাজ শরীফের চিঠি |||| শতরানের ওপর লিড নিয়ে থামলো বাংলাদেশ |||| সাকিবের ‘পক্ষ নিয়ে’ বিপাকে প্রিন্স মাহমুদ |||| গ্রিন সিগনালের অপেক্ষায় এস কে সিনহা |||| পাকিস্তানে স্কুলভ্যানে বন্দুক হামলায় ২ শিশু নিহত |||| বড় সংগ্রহের পর ইনিংস ঘোষণা পাকিস্তানের |||| বাঁধ খুলে অমানবিকতার পরিচয় দিয়েছে ভারত: তথ্য উপদেষ্টা |||| বাংলাদেশে গণতন্ত্র-মানবাধিকার প্রতিষ্ঠায় পাশে থাকবে জাতিসংঘ |||| ত্রিপুরায় বাঁধ খোলার বিষয় নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হচ্ছে: ত্রাণ উপদেষ্টা |||| বিদায়ী ভাষণে কেঁদে ফেললেন বাইডেন |||| বাংলাদেশে হত্যা ও অধিকার লঙ্ঘন: জড়িতদের বিচার চায় জাতিসংঘ |||| সায়েম-শাকিলের ব্যাটে ঘুরে দাঁড়ালো পাকিস্তান |||| সিনেমাকে গুড বাই জানাচ্ছেন আমির খান? |||| গাজা যুদ্ধবিরতি চুক্তি ‘অনিশ্চিত’ রেখেই মধ্যপ্রাচ্য ছাড়লেন ব্লিঙ্কেন |||| বন্যায় আখাউড়া স্থলবন্দরসহ পানিবন্দি ১০ গ্রাম |||| গণশুনানি করে বিদ্যুৎ-গ্যাসের দাম নির্ধারণের সিদ্ধান্ত |||| রাজধানীসহ সারা দেশে দেড় হাজার ভাস্কর্য ও ম্যুরাল ভাঙচুর |||| ২ সপ্তাহ পেছানো হচ্ছে এইচএসসি পরীক্ষা |||| ধৈর্যের পরিচয় দেওয়া ক্যাপ্টেন আশিক পেলেন সেনাগৌরব পদক |||| ধৈর্যের পরিচয় দেওয়া ক্যাপ্টেন আশিক পেলেন সেনাগৌরব পদক |||| বিআরটিএ’র সব ধরনের সেবা কার্যক্রম পুনরায় শুরু |||| দেশ পুনর্গঠনের পর নির্বাচন: ড. ইউনূস |||| আমাকে ‘স্যার’ বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ |||| বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ১০১ জনের বিরুদ্ধে থানায় মামলা |||| অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস |||| অস্ট্রেলিয়ায় সেমিফাইনালের পথে বাংলাদেশ |||| দায়িত্ব পেলেন নতুন চার উপদেষ্টা, ৮ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন |||| জোবরার তেভাগা থেকে আজকের প্রধান উপদেষ্টা |||| এস আলম ও তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব তলব |||| টুকু-পলক-সৈকতকে তোলা হবে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ |||| বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার শ্রীলঙ্কার |||| রোববার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান |||| ধানমণ্ডি ৩২-এ কাদের সিদ্দিকীকে বাধা, গাড়ি ভাঙচুর |||| রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া: আসিফ নজরুল |||| দেশের সব থানার কার্যক্রম শুরু |||| রাস্তা থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা  |||| শেখ হাসিনার ফাঁসি সহ, চার দফা দাবিতে, বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ |||| ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে |||| আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী |||| সুষ্ঠু তদন্তে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী |||| ছাগলকাণ্ডের মতিউরকে অবসর, প্রজ্ঞাপন জারি |||| ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক ৪ |||| সিলেটে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া |||| কোনোদিন ভাবিনি এমন পরিস্থিতির সৃষ্টি হবে: শেখ হাসিনা |||| ফেসবুক সচল হয়েছে |||| হত্যাকাণ্ডসহ সকল অনভিপ্রেত ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত হবে |||| সান্তাহারে কোটা সংস্কার আন্দোলন; দুই ঘন্টা ট্রেন বন্ধ ||||

চট্টগ্রামে সংঘর্ষে দুজন নিহত, একজনের বুকে গুলির চিহ্ন

Loading

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজনের বুকে গুলির চিহ্ন রয়েছে। আজ বিকেল সাড়ে চারটার দিকে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। এর আগে বেলা তিনটার দিকে নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের ওপর অস্ত্রধারীরা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

নিহত দুজন হলেন মো. ফারুক (৩২) ও মো. ওয়াসিম (২২)। ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র বলে জানা গেছে।

দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আন্দোলনের ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া আহত অন্তত ছয় থেকে সাতজন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুজহাত ইমু প্রথম আলোকে বলেন, নিহত দুজনের মধ্যে ফারুকের বুকে গুলির চিহ্ন রয়েছে। বাকিজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে চট্টগ্রাম নগরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এ সময় কয়েকজন অস্ত্রধারীকে গুলিবর্ষণ করতে দেখা যায়। এ ছাড়া শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বেলা সোয়া তিনটায় নগরের মুরাদপুরে। শিক্ষার্থীদের অভিযোগ, হামলা করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বেলা সাড়ে তিনটায় কর্মসূচি ছিল চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে। তবে এর আগে থেকে লাঠিসোঁটা নিয়ে ষোলশহর রেলস্টেশনে অবস্থান নেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর মধ্যে খণ্ড খণ্ড জমায়েতে শিক্ষার্থীরা ষোলশহরের দিকে আসতে থাকেন। আসার পথে মুরাদপুরে একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে লাঠিসোঁটা নিয়ে হামলা করলেও পরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ শুরু হয়। কয়েকজন অস্ত্রধারীকে গুলি ছুড়তে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এভাবে চলছে পাল্টাপাল্টি ধাওয়া।

সংঘর্ষ ছড়িয়ে পড়লে নগরের ব্যস্ততম সিডিএ অ্যাভিনিউ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। শিক্ষার্থীদের কয়েকটি অংশ অলিগলিতে ঢুকে পড়লে সেখান থেকেও খুঁজে বের করে হামলা করা হয়েছে।

জানতে চাইলে ষোলশহর রেলস্টেশনে থাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম ওরফে রনি প্রথম আলোকে বলেন, তাঁরা (আন্দোলনকারীরা) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

করেছেন। ট্রেন অবরোধ করে মানুষের দুর্ভোগ বাড়াচ্ছেন। এই আন্দোলন এখন আর কোটাবিরোধী আন্দোলন নেই। এ আন্দোলন জামায়াত-শিবিরের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। তাঁরা এ আন্দোলন মোকাবিলা করবেন।

আন্দোলনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের জশদ জাকির নামের এক শিক্ষার্থী বলেন, ‘পূ্র্বঘোষণা অনুযায়ী আমাদের কর্মসূচি ছিল; কিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের মতো একই জায়গায় কর্মসূচি দেন। পরে আমরা মুরাদপুর এলাকায় অবস্থান করলে ছাত্রলীগ বিচ্ছিন্নভাবে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।’

জশদ জাকির নামের ওই শিক্ষার্থী আরও বলেন, ‘নামে ছাত্রলীগ হলেও এঁরা কেউ ছাত্রলীগের নন। অধিকাংশ টোকাই। তাঁদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে। গুলি করা হয়েছে।’

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, নগরের মুরাদপুরসহ যেসব স্থানে সংঘর্ষ হচ্ছে, সেখানে পুলিশ রয়েছে। বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। অস্ত্রধারীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রকাশ্যে অস্ত্রধারী কেউ থাকলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এই বিভাগের অন্য খবর