নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা এলাকায় ৬ মার্চ রাত আনুমানিক ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন ১। মোঃ রাহেনুল ইসলাম (৩৩), পিতা- মৃত আজাহার আলী, সাং- বারইল নলপুকুর, থানা- ক্ষেতলাল, ২। মোঃ রতন (৩২), পিতা- মোঃ ছিপফল, সাং-গোপিনাথপুর, থানা- আক্কেলপুর, উভয় জেলা- জয়পুরহাট, ৩। মোঃ মেজবা খান (৩২), পিতা- মোঃ মোজাম্মেল হোসেন, সাং- মর্তুজাপুর খাঁনপাড়া, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়, ৪। মোঃ শাকিল হোসেন (২৮), পিতা- হাকিম, সাং- নলপুকুর, ৫। মোঃ মিঠু (২৬), পিতা- কায়ছার, সাং- বারইল নলপুকুর, উভয় থানা- ক্ষেতলাল।
এ সময় তাদের কাছে সর্বমোট ৭০ পিস টেপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা- ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ অনুসারে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।