ডেস্ক রিপোর্টঃ
টাঙ্গাইল পৌরসভাসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। গতকাল বুধবার রাতে অন্তত ৬টি বিষ্ফোরণের ঘটনা ঘটে। রাত ৯টা ২৭ মিনিটে শহরের পৌর ভবনের সামনে দুটি, শহীদ স্মৃতি পৌর উদ্যানের পূর্ব পাশের কোনায় একটি, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ও টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিকট শব্দে দফায় দফায় বিষ্ফোরণের পর সাধারণ মানুষ এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। এ সময় নিরালা মোড়সহ শহর ফাঁকা হয়ে যায়। মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক। পরে পুলিশের একটি দল পৌর ভবনের সামনে থেকে তিনটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আওয়ামী লীগের দুই পক্ষের একই সময়ে দুটি সমাবেশ আহ্বান করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্ক তৈরি করার লক্ষে একটি পক্ষ এমন ঘটনা ঘটাতে পারে বলে অনেকে ধারণা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন হেলমেট পরিহিত আরোহী পৌর ভবনের সামনে এসে হঠাৎ দুটি বিষ্ফোরণ ঘটায়। এ সময় তারা আরও তিনটি বিষ্ফোরক ছুড়লেও তা বিষ্ফোরিত হয়নি। পরে একটি মোটরসাইকেল বিন্দুবাসিনী বালক বিদ্যালয়ের পেছনের সড়ক দিয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহের দিকে চলে যায়। অপর মোটরসাইকেলটি ক্লাব রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ডের দিকে চলে যায়।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের ডাকা রাজনৈতিক মিছিল ও সমাবেশ বাতিল করা হয়েছে। বিষ্ফোরণের ঘটনার পর শহরে পুলিশ ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এছাড়া শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।