আজাদুর রহমান:
বগুড়ায় গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক আল আমিন জানান ১৬ই মার্চ গাবতলী পৌরসভার সোলেমান আলীর বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ঈশ্বরপুর এলাকার মৃত সালেকের ছেলে রিমন ইসলাম ও হাতীবান্ধা এলাকার ইউনুসের ছেলে আহাদ ইসলামকে গ্রেফতার করেছে। উভয়কে তল্লাশি করে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে করে পুলিশ।
অপরদিকে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইফতেখায়রুল ইসলাম জানান, মহিষাবান ইউনিয়নের পেরী বাজারে অভিযান পরিচালনা করে শাজাহানপুর থানার ভান্ডারপাইকা মৃত ছবদের সরকার এর ছেলে শফিকুল ইসলামকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে।
উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, সুখানপুকুর বন্দর এলএসডি খাদ্য গুদামের সামনে অভিযান পরিচালনা করে এরশাদ শেখকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিহিপুর গ্রামের মৃত কলিম উদ্দিন শেখের ছেলে।
উপ-পরিদর্শক সুজল চন্দ্র দেবনাথ জানান, মহিষাবান ত্রিমোহনী বাজার মোড়ে অভিযান পরিচালনা করে মাহবুব আলম নামে যুবকের নিকট থেকে ১৩ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে। গ্রেফতারকৃত মাহবুব আলম মহিষাবান এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।