আজাদুর রহমান:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত, অসচ্ছল দরিদ্র শিক্ষার্থীকে, জেলা প্রশাসক বগুড়ার পক্ষ থেকে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার, ৯ ই জুন, দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদান করেন, বগুড়া জেলার, মাননীয় জেলা প্রশাসক, সাইফুল ইসলাম।
ঘটনার বিবরণে মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার, জাহাঙ্গীর আলম জানান, বগুড়া জেলার শেরপুর উপজেলার, আমার ওয়ার্ডের বাসিন্দা, দরিদ্র কৃষক বিশ্বনাথ চন্দ্র সরকার ও সুমিত্রা রানির পুত্র, স্বপন কুমার বিগত এইচএসসি পরীক্ষায় শেরপুর কলেজ থেকে, বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সহিত উত্তির্ণ হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পায়, কিন্তু আর্থিক অনটনের কারণে ভর্তি হতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে আমি শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুমন জিহাদি, সাহেবকে জানালে তিনি উক্ত শিক্ষার্থীকে পরিবার সহ, বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে আসতে বলেন, আমরা উপস্থিত হলে, জেলা প্রশাসক মহোদয় স্বপনের হাতে ভর্তির জন্য আর্থ সহায়তা তুলে দেন।
এসময় জেলা প্রশাসক স্বপনের পরিবারকে অনুদানের ঢেউ টিন দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এবিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুমন জিহাদি এই প্রতিবেদককে জানান, আমার কর্ম এলাকায় একজন কৃতি শিক্ষার্থী রাষ্ট্রের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েও আর্থিক কারণে ভর্তি হতে পারছেনা, এটা জানতে পেরে আমি দ্রুত সময়ে জেলা প্রশাসক স্যার এর সাথে আলোচনা করে, স্যারের নির্দেশনায় তাদেরকে বগুড়ায় ডেকে নিয়ে আসি, ডিসি স্যার সেই শিক্ষার্থীকে আর্থিক সহায়তা করেন, এবং পরবর্তীতে তাদের বাড়ির ঘর ঠিক করার জন্য যেকোনো সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
উক্ত বিষয়ে, বগুড়া, জেলা প্রশাসক, সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় আমরা প্রশাসনিক সহায়তা প্রদান করে থাকি। এরই ধারাবাহিকতায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানতে পেরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত স্বপনকে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়েছে। এবং তাদের যাতে ভাঙ্গা বাড়িতে না থাকতে হয় সে জন্য তার বাবার আবেদনের প্রেক্ষিতে আমারা আর্থিক সহায়তা প্রদান করবো। এমন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।