আজাদুর রহমান:
লাগামহীন ভাবে একমাস তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে বগুড়ায়। শনিবার বিকেল ৫টা থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় টিপটিপ বৃষ্টি নামতে শুরু করেছে।
বৃষ্টির পর জেলার তাপমাত্রা অনেকটা কমে আসতে শুরু করেছে। আজ শনিবার বগুড়ার সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে বগুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ৩০ এপ্রিল ৪১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৮৯ সালের পর গত ৩৫ বছরে ছিল সর্বোচ্চ তাপমাত্রা।
বৃষ্টির নামার পর অনেকেই স্বস্তির কথা লিখে ফেসবুকে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
বগুড়া আবহওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরো মাস জুড়ে বৃষ্টিপাত হলেও গরম খুব বেশি কমবে না। তবে তাপদাহ একটু কমে যাবে ও স্বস্তি ফিরবে।