ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় জাতীর সূর্যসন্তানদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ধুনট উপজেলা প্রশাসন ও ধুনট প্রেসক্লাব দিবসটির আয়োজন করে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট শহীদ মিনারের পাদদেশে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) আশিক খান।
ধুনট প্রেসক্লাবের সদস্য জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সহসভাপতি মাসুদ রানা।