আজাদুর রহমান:
বগুড়ার ধনুট উপজেলায় দীর্ঘদিন থেকেই চলছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার প্রভাব। বেশ কিছুদিন ধরেই একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর পাড় কেটে মাটি বিক্রি করছে বিভিন্ন এলাকায়।
বেশ কয়েকবার মাটি পরিবহনের গাড়ির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও অভিযোগ করতে পারেনি কোথাও। অভিযোগ করলেই উল্টো প্রভাবশালী মহলের বিভিন্ন ধরনের হুমকি ধামকির সম্মুখীন হতে হয়।
প্রতিদিনের ন্যায় ৭ ই মে মঙ্গলবার দুপুরে মাটি পরিবহন করার সময় আহসান (৮) নামের এক শিশুর মাটি পরিবহনের গাড়ির সাথে ধাক্কা লাগে সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শিশু বাড়ি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়বাটিয়া গ্রামের গুচ্ছ গ্রামে। শিক্ষার্থী আহসান হাবিব ওই গ্রামের মুঞ্জু সরকারের ছেলে ও ধুনট আল কুরআন একাডেমির শিক্ষার্থী।
স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন থেকেই আড়বাটিয়া গুচ্ছ গ্রামের পাশ থেকে মাটি ও বালি বিক্রি করে আসছে সুলতানহাটা গ্রামের বাঘা মন্ডলের ছেলে রায়হান মন্ডল ওরফে মনু। ঘটনার দিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পর পাশেই ইছামতি নদীতে গোসল করতে যায় আহসান হাবিব। সেখানে পৌঁছানোর পর সম্মুখ ও বিপরীত দিক থেকে আসা বেপরোয়া দুটি ট্রাক্টরের মাঝে চাপা পড়ে পৃষ্ট হয় আহসান হাবিব।
এলাকাবাসী জানায়, এলাকার রাস্তাঘাট নষ্ট করে অস্বাভাবিক ভাবে গাড়ি চালিয়ে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। আজ দুপুর ২ টায় একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে আহসান নামের এক শিশুর। আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেছে।
পরে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে দুইটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয়। এ সময় ট্রাক্টরের ড্রাইভার এবং সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে ধুনট ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।