পাকিস্তানে একটি স্কুলভ্যানে বন্দুক হামলায় ২ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। আজ অ্যাটকের দেরি কোট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আহতদের সবার বয়স পাঁচ থেকে ১২ বছরের মধ্যে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুর একজনের বয়স ৯ বছর ও আরেকজনের ১০ বছর। একজনের নাম আরওয়া ফাতিমা ও একজন রামিন শফিক। ঘটনাস্থলেই দৃজুনের মৃত্যু হয়।
উদ্ধারকারী কর্মকর্তারা বলেন, তারা সেখানে পৌঁছে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে কে বা কারা হামলা করেছে তা জানা যায়নি।
হামলার ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ রাওয়ালপিন্ডির কমিশনার আব্দুল করিম খাত্তাককে ডেকে পাঠিয়েছেন।