আজাদুর রহমান:
পুলিশি হেফাজতে থাকা আসামি ছিনতাইয়ের চেষ্টা ও কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নুরু গ্যাংয়ের সদস্য আমিনুল ইসলাম সোহাগকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। সোহাগ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পালন করছেন।
শুক্রবার ভোররাতে মাদলা চাঁচাইতারা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত সোহাগ ওই গ্রামের মোর্শেদুল ইসলামের ছেলে।
এনিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শনিবার ৭ এপ্রিল রাতে শাজাহানপুর থানায় ঢুকে অস্ত্র মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার অভিযোগে নুরুজ্জামানসহ ৯ জনকে গ্রেপ্তার করে। শনিবারের রাতের হামলার এ ঘটনায় নুরুজ্জামানসহ ৪৫ জনকে আসামি করে পৃথক আইনে দুটি মামলা হয়েছে। এ ঘটনায় আদালত ৯ জনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।