মোঃ ইসমাঈল হোসেনের,ভ্রাম্যমান প্রতিনিধি,বগুড়া জেলাঃ
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে চলেছে বগুড়া এলজিইডি অফিস। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বগুড়া জেলায় ২৩-২৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামোর উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং এখনো চলমান রয়েছে। রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্টসহ জেলার প্রতিটি স্তরে উন্নয়নের ছোঁয়া এখন দৃশ্যমান। বগুড়া এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২৩-২৪ অর্থবছরে বগুড়া জেলায় ২২৯.৫০১কিঃ মিঃ সড়ক উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে এবং ৩৭০.৬৭১ কিঃৎমিঃ কাজ চলমান রয়েছে।
এছাড়াও গ্রামীন সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের আওতায় ২৩-২৪ অর্থ বছরে ১৫৫.৬৭৬ কিঃমিঃ রাস্তা মেরামত সমাপ্ত হয়েছে এবং অবশিষ্ট ৫৬.৪৩৯ কিঃমিঃ গ্রামীন সড়ক মেরামতের কাজ চলমান রয়েছে। গ্রামীন সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের মোবাইল মেইনটেনেন্স কর্মসূচির আওতায় ৩১২.১২কিঃমিঃ রাস্তা মেরামত কাজ সমাপ্ত হয়েছে। এ জেলায় বর্তমানে ১টি ব্রিজের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এবং ১৬ টি নতুন ব্রিজ নির্মাণ কাজ চলমান ও ১৮টি ব্রিজ রক্ষণাবেক্ষণ কাজ চলমান রয়েছে। জেলার এলজিইডির আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে দেখা যায় যে কাজের গুণগতমান বজায় রেখে উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব কাজের কয়েকটি ঠিকাদার প্রতিষ্ঠান যেমন-মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ, প্রোঃ মোঃ বজলুর রহমান, মেসার্স বাণী কনস্ট্রাকশন, প্রোঃ খন্দকার আলতাফ হোসেন ও ঠিকাদার আজিজুল ইসলামের সঙ্গে কথা হলে তারা জানান যে, ২৩-২৪ অর্থবছরে আমরা যে সকল কাজ পেয়েছি সে সকল কাজ সম্পন্ন করতে গিয়ে আমরা বগুড়া এলজিইডি অফিস থেকে সকল প্রকার সহযোগিতা পেয়েছি।
তারা আরো জানান বর্তমান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস একজন সৎ জন ব্যক্তি তিনি যোগদানের পর থেকে আমাদেরকে সার্বিক কাজের সৎ পরামর্শ ও সহযোগিতা করে আসছেন।
এ বিষয়ে বগুড়া এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান-মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও সুযোগ্য প্রধান প্রকৌশলী মোঃ আলি আকতার হোসেন,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দিক নির্দেশনায় অত্র জেলার সকল উপজেলা প্রকৌশলীসহ অত্র দপ্তরের বিভিন্ন সহকারী প্রকৌশলী অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নিবিড় তদারকিতে কাজের গুণগতমান বৃদ্ধিসহ টেকসই উন্নয়নের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমি অত্র দপ্তরে যোগদানের পর রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার আলী এবং বগুড়া অঞ্চলের তত্ত্ববধায়ক প্রকৌশলী কাজের গুণগতমান বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন।