আজাদুর রহমান:
বগুড়ার চেলোপাড়া রেললাইন বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪ পরিবারের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি।
১১ ই মার্চ সোমবার দুপুরে শহরের চেলোপাড়া আশ্রমের দক্ষিণ পার্শ্বে রেললাইন সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুন নিয়ন্ত্রনে আনার পরপরই বগুড়া পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস তাৎক্ষনিক বিভিন্ন মহলে যোগাযোগ করে ক্ষতিগ্রস্থ ১৪ পরিবারকে সাহায্য করেন। এদিকে আগুনে নিঃস্ব ১৪ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে এগিয়ে এসেছে মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। সংগঠনটি প্রতি পরিবারের জন্য পাইজাম চাল, ডাল , ছোলা বুট, সয়াবিন তেল, চিনি লবণসহ অন্যান্য খাবার সহায়তা দিয়েছে।
বগুড়া পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস ১৩ মার্চ বুধবার দুপুরে তার নিজ কার্যালয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনসহ ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারের মাঝে মুনলাইট প্রদত্ত খাবারের বস্তা তুলে দেন।
এ সময় মূনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী সদস্য মঞ্জুরুল হক টুটু, কো-অর্ডিনেটর জুয়েল খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।