আজাদুর রহমান:
বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময়ে শহরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ব্যাংকে ম্যানেজারসহ দুই কর্মকর্তা আর দুই কর্মচারী মিলে চারজন এখানে কর্মরত। তবে এখানে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যায় কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এসে দেখে সিন্দুক ভেঙে টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে মাটিডালী এলাকায় এ্যাডভোকেট শাহজাহান এর দ্বিতলা ভবনের ওপর তলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশপ্রহরী ছিল না। এ ছাড়া এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, সদর সার্কেল সারাফত ইসলাম, অফিসার ইনচার্জ সদর থানা, ইনচার্জ গোয়েন্দা শাখা ডিবি, র্যাপিড একশন ব্যাটালিয়ান সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর থেকেই পুলিশ ব্যাংকের প্রধান ফটক বন্ধ রেখেছে। গেটে সাইনবোর্ড টাঙানো হয়েছে সার্ভারজনিত সমস্যার কারণে আর্থিক লেনদেন বন্ধ আছে কর্তৃপক্ষ বিষয়টি জন্য আন্তরিকভাবে দুঃখিত।
তবে একাধিক গ্রাহক সেবা নিতে আসলে তারা জানায়, বেশ কিছুদিন ধরেই তারা এই ব্যাংকে আর্থিক লেনদেন করে আসছে। এখন টাকাগুলো চুরি হওয়াতে মানসিক দুশ্চিন্তায় ভুগছেন গ্রাহকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাহকের সাথে কথা বললে তিনি জানান, ব্যাংক থেকে টাকা তুলে শহরের কালিতলা হাট থেকে কুরবানী উপলক্ষে গরু কিনবে। কিন্তু তিনি ব্যাংকে এসে দেখেন ব্যাংকের সামনে অনেকগুলো পুলিশ, পরে তিনি নিরুপায় হয়ে বাড়ি ফিরে যান।
এর আগে, গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপ-শাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বলেন, অপরাধীরা ছুটির আগ মুহূর্তে ব্যাংকে টার্গেট করে এবং তারা এমন ভাবে ব্যাংক লুট করে যেন সহজে প্রমাণ না পাওয়া যায়। আমরা যথাযথ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করব।