আজাদুর রহমান:
বগুড়ায় মার্চে ২৩ তারিখ দিবাগত রাত ১ টায় ফলপট্টিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ফল ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা দিল বগুড়া জেলা প্রশাসন।
বুধবার (৩ এপ্রিল) জেলা প্রশাসক বগুড়ার সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ হাজার টাকা করে তুলে দেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফিরোজা পারভীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল কবীর।
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘যে কোনো দুর্যোগে বগুড়া জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা প্রদানসহ অন্যান্য সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তিনি অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানান।