আজাদুর রহমান:
বগুড়ায় আগ্নিঅস্ত্র সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চেয়ারম্যান বগুড়া শাজাহানপুর উপজেলার ৩ নং মাঝিড়া ইউনিয়নের দায়িত্ব পালন করছেন। এ সময় তার ৯ সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ।
এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। সংবাদ সম্মেলনে তিনি জানান, ৬ ই এপ্রিল রাত আনুমানিক ৯ টায় আড়িয়া বাজার এলাকার মিঠুন নামের এক যুবককে ২ টি বার্মিজ চাকু সহ আটক করে থানায় নিয়ে আসে। এ সময় আটককৃত আসামীকে ছিনিয়ে নেয়ার জন্য থানায় বিশৃঙ্খলা সৃষ্টি করে অফিসার ইনচার্জ সহ দায়িত্বরত পুলিশ সদস্যদের শারীরিক আঘাত করে মহাসড়কে অবস্থান নেয়। পরে তারা থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় শাজাহানপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান সহ সহযোগী ৯ জনকে গ্রেফতার করে।
পরে অভিযান পরিচালনা করে নুরুজ্জামান ও তার ম্যানেজারের বাড়িতে তল্লাশি চালিয়ে ২ টি সচল বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি, ২ টি ম্যাগাজিন, ২ টি বার্মিজ চাকু, ৩ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা ও ৩৬ টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, আসামিদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে আরোও তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।