আজাদুর রহমান:
বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত।
তিন মাথায় অবস্থিত আলোচিত সমালোচিত এই হোটেলটিতে একাধিকবার পুলিশের অভিযান পরিচালিত হওয়ার পরেও তাদের অপকর্ম অবৈধ কাজ থেমে থাকে না। প্রতিবারই আটক হলেও বিভিন্ন আইনের ফাঁকে ছাড়া পেয়ে যান তারা।
মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযানে শহরের তিনমাথার রেলগেট এলাকায় অবকাশ হোটেলে অভিযান চালিয়ে নয় জন ছেলে আটজন মেয়েকে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক করা হয়। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালত সবুজ মন্ডল, মোর্তজা, আমিন শেখ, শ্রীদেব সরকার, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক রনি, শ্রী রতন চন্দ্র, আলামিন, লাইফ সরকার কে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন অন্যদিকে নয় জন মহিলা তাদের দোষ স্বীকার করায় ২৫০ টাকা জরিমানা করে তাদের জামিন মঞ্জুর করেন।
বগুড়া সদর থানায় উপ-পরিদর্শক এস আই মোশাররফ সহ ফোর্সরা এই অভিযানে অংশ নেয়।