কমিউনিটি পুলিশিং বালিয়াদিঘী ইউনিয়নের আয়োজনে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় মাদক ও সন্ত্রাস থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এমন আয়োজন কার্যকর বলে উল্লেখ করেন তিনি। নিকট ভবিষ্যতে করতোয়া নদীতেও এরকম আয়োজনের প্রতিশ্রুতি দেন এসপি।
এ নৌকা বাইচকে ওই অঞ্চলের ঐতিহ্য জানিয়ে তরণী হাট নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি শাহ নেওয়াজ জাকি বলেন, তাদের পূর্বপুরুষের আমল থেকে এ চর্চা চলে আসছে, মাঝে কিছুদিন বন্ধ ছিল; তারা আবার শুরু করেছেন। তিনি প্রত্যাশা করেন, তরুণরা ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবে।