আজাদুর রহমান:
বগুড়ায় ইফতার মাহফিল থেকে চার জামায়েত নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত জামায়েত নেতারা হলেন আঃ বাছেদ, আব্দুল্লাহহেল বাকী, হুমায়ুন আহম্মেদ, জাকারিয়া আকন্দ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শারাফত ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, ১৭ ই মার্চ ৩ টায় “রেড চিলি” রেস্টুরেন্টে বগুড়া সদর ও শাজাহানপুর থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামীগণ অবস্থান করছে। এ সময় উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আসামীদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, সদর থানার শেখেরকোলা ইউনিয়নের মহিষবাতান গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে আঃ বাছেদ। তিনি বগুড়া সদর উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক আমির। তার বিরুদ্ধে ১১ টি নাশকতা মামলা রয়েছে।
ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ হেল বাকী, তিনি বগুড়া পূর্ব জেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছে তার বিরুদ্ধে ১টি নাশকতা মামলা আছে।
শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন এর মোঃ ওয়াহেদ আলীর ছেলে হুমায়ুন আহম্মেদ, যিনি বাংলাদেশ জামাতে ইসলামের সক্রিয় সদস্য তার বিরুদ্ধে ১টি নাশকতা মামলা আছে। শাজাহানপুর উপজেলার আরিয়া ইউনিয়নের মানিকদীপা বিন্নাচাপড় এলাকার আমজাদ হোসেনের ছেলে জাকারিয়া আকন্দ, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের জেলা শাখার সক্রিয় সদস্যের দায়িত্ব পালন করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।