মোঃ ইসমাঈল হোসেন,ভ্রাম্যমান বগুড়া জেলা প্রতিনিধিঃ
ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস (এনটিডিবি) সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) DIMAPPP প্রকল্পের আওতায় বগুড়া জেলার সকল দরদাতাদের নিয়ে গত ১৬-০৫-২০২৪ ইং তারিখে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় বগুড়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মলয় কুমার চক্রবর্তী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বগুড়া অঞ্চল এলজিইডি।প্রধান অতিথি তার বক্তব্যে ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন- সরকারী ক্রয় ব্যবস্থাপনাকে শক্তিশালী করার অংশ হিসেবে, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি ইজিপি সিস্টেমে ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস (এনটিডিবি) মডিউল অন্তর্ভুক্ত করা হয়েছে। যা দরপত্রে অংশগ্রহণকারী দরদাতাদের পূর্ববর্তী অভিজ্ঞতা এবং চুক্তি বাস্তবায়নের সাথে সম্পর্কিত সনদপত্রের পুনরাবৃত্তিমূলক যাচাই এড়ানো সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাফিকা জেসমিন, প্রশিক্ষক ডিজিকন টেকনোলজিস্ট (পিএলসি)এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনিয়া নওরিন,প্রকিইরিমেন্ট ইউনিট সদর দপ্তর এলজিইডি।
প্রধান আলোচক তার আলোচনায় বলেন দরদাতাগণের পূর্ববর্তী অভিজ্ঞতার সনদসমূহ ইস্যুকারী কর্তৃপক্ষ কর্তৃক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা এবং যাচাই করা হলে সেগুলি ই-জিপি সিস্টেমে অনলাইনে অন্তর্ভুক্ত করা হবে যাতে ঠিকাদারদের সারা দেশে বিভিন্ন সংস্থার কাছে বারবার অভিজ্ঞতার রেকর্ড জমা দিতে না হয়। ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস (এনটিডিবি) হবে একজন দরপত্রদাতার কাজের অভিজ্ঞতা, বর্তমান/চলমান প্রতিশ্রুতি, টার্নওভার, জনশক্তি, সরঞ্জাম, পুরস্কার/প্রশংসাপত্র/অনুমোদন, মামলার ইতিহাস, এবং ডিবারমেন্ট ইতিহাস ইত্যাদির তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস, যা দরপত্র মূল্যায়ন তথা দরপত্র প্রক্রিয়াকরণকে গতিশীল এবং সময়বান্ধব করবে।
উক্ত কর্মশালায় দরদাতাদের প্রোফাইলের প্রাথমিক ডেটা এন্ট্রি সম্পূর্ণ করার প্রক্রিয়া এবং ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস (এনটিডিবি) এর উদেশ্য, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।এরপর বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপস্থিত ঠিকাদারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া এলজিইডি এর সিনিয়র সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ। অনুষ্ঠান শুরুর আগে মেহমানদের ফুল দিয়ে বরণ করে নেন- ডিজিকন টেকনোলজিস্ট (পিএলসি) সেন্টারের ইনচার্জ জনাব সুদীপ্ত বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন-নাজমুল ইসলাম।