আজাদুর রহমান:
বগুড়ার মধ্যে দিয়ে ব’য়ে চলা করতোয়া নদী খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। নদী খননের অংশ হিসেবে বুধবার (১৩ ই মার্চ) জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ব্রীজ এলাকায় সকাল সোয়া এগারোটায় এ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক নাজমুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, গাবতলী ও শাজাহানপুর থানার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার মাটিডালী এলাকায় বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য এবং আগামী ১৯ মার্চ বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম শহরে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বগুড়ার মধ্যে দিয়ে চলা করতোয়া নদীর নাব্যতা ফিরে আনা, সেই সাথে করতোয়া নদীকে কেন্দ্র করে শহরের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য করতোয়া নদী খনন ও সৌন্দর্য্য বৃদ্ধির প্রকল্প গ্রহণ করা হয়। বগুড়ার জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি আলোর মুখ দেখে এবং ৪৭ কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়। এই ৪৭ কোটি টাকা ব্যয়ে করতোয়া নদীর ১৭ কিলোমিটার এবং সুবিল বিলের ২০ কিলোমিটার খনন কাজ করতে ইতোমধ্যে টেন্ডার আহবান এবং ঠিকাদার নির্বাচন করা হয়েছে।
এদিকে খনন কাজ শুরুর আগে নদীর সীমানা চিহ্নিত করার জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটি নদীর সীমানা নির্ধারণে কাজ করছে। সীমানা নির্ধারণের অংশ হিসেবে সোমবার (১১ মার্চ) বগুড়া জেলা প্রশাসককের কার্যালয়ের সামনে সীমানা মাপজোক করা হয়।