আজাদুর রহমান:
বগুড়ায় ক্লিনিক ও ডায়াগনস্টিক কল্যান সমিতির আয়োজনে নব নির্বাচিত বগুড়া-৭ গাবতলী-শাজাহানপুর আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সমিতির সভাপতি জি.এম সাকলায়েন বিটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেওজগাড়ী নার্সিং হোম এর পরিচালক ডা: মো: মশিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু, সেবা ক্লিনিক এর পরিচালক ডা: মো: মুনছুর রহমান।
অনুষ্ঠানে মর্ডান ডায়গনেস্টিক সেন্টারের পরিচালক ও কমিটির সাধারণ সম্পাদক আ: মতিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আরভিল আহম্মেদ খোকন, আব্দুর রাজ্জাক, মঞ্জুরুল ইসলাম, আপেল মাহমুদ, আব্দুর রহমান আপেল, আবু রায়হান, এনামুল হক, মোত্তালেব হোসেন, মনিরুল ইসলাম, মোঃ সানজিদ হাসান রুমোন ও সমিতির সকল সদস্যবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমিতির সভাপতি-সাধারন সম্পাদক সহ সদস্যরা।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা মানুষের সেবা করছেন, এই সেবা যেন শুধুই টাকার জন্য না হয়। মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য, সেই চিন্তা নিয়েই আমরা কাজ করবো। আমি এমপি না হয়ে সবার কাছে ডাক্তার নান্নু হয়ে বাঁচতে চাই।