আজাদুর রহমান:
বগুড়ায় খেলতে গিয়ে ২শিশু নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে ২শিশুর বাবা বগুড়া সদর থানায় সাধারণ ডায়রি করেছেন। শিশুদের নাম হলো মোঃ মিজান (১১), ও মোঃ সৌরাভ (৯) তারা মোঃ আব্দুল মামুনের ছেলে। আব্দুর মামুন শহরের জহুরুলনগর (মদিনা মসজিদের পশ্চিম পার্শ্বে) ভাড়া বাসায় বসবাস করেন।
তিনি পশ্চিম পালশা (জিয়াপাড়া) এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে।
সাধারণ ডায়রিতে উল্লেখ করেন তিনি মিলে কাজ করেন। স্ত্রী জারুল নগর ম্যাচে রান্নাবান্নার কাজ করে।
১১মে সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্ত্রী কাজ করে বাড়ীতে এসে দেখে ছেলে খাওয়া দাওয়া করায় সময় ঘরের মধ্যে পানি, ভাত ছিটানো অবস্থায় দেখে আমার স্ত্রী আমার ছেলেকে শাষন করে।
পরে আমার ছেলেদ্বয় বাড়ীর বাহিরে চলে যায়। আমায় স্ত্রী মনে করে ছেলেরা বাহিরে খেলাধুলা করছে। তারপর আমার ছেলেরা বাড়ীতে না আসলে আমার স্ত্রী আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানায়।
১ম ছেলের বর্ণনাঃ নাম-মোঃ সিজান (১১), গাঁয়ের রং-ফর্সা, উচ্চতাঃ ৪ ফিট, পড়নে-গ্রামীন চেক শার্ট ও থ্রি কোয়াটার প্যান্ট।
২য় ছেলের নাম-মোঃ সৌরাভ (০৯), গাঁয়ের রং-ফর্সা, উচ্চতাঃ ৩ ফিট, পড়নে-সাদা ও ছাই রংয়ের শার্ট ও থ্রি কোয়াটার খয়েরী রংয়ের প্যান্ট। কেউ তাদের সন্ধান পেলে 01799836394 নাম্বারে জানাতে অনুরোধ করেছেন তিনি।