সুন্দর সমাজ বিনির্মাণে সংস্কৃতির বিকাশ ঘটিয়ে সাংবাদিকদের সহযোগিতা নিয়েই কাজ করতে চান শেরপুর নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমন জিহাদী।
সোমবার সকাল ১১ টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রসাশনের আয়োজনে সাংবাদিক ও গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি খোলামেলা আলোচনা করেন।
৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের সুস্থ সমাজ গঠনের জন্য বস্তূনিষ্ঠ লেখনী সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়ে সমাজকে এগিয়ে নিতে দেশীয় সংস্কৃতির প্রতিফলেনের মাধ্যমে বিকাশিত করতে সাংবাদিকদের সাথে নিয়ে সম্মিলিত ভাবে সুন্দর সমাজ বিনির্মাণে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন শেরপুর উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী।