আজাদুর রহমান:
বগুড়ায় সদর থানা এলাকায় চাঁদনী বাজারে গালিব ফ্যাশন হাউসে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ভোর ৩ টা থেকে সাড়ে তিনটার সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শরিফুল ইসলাম খবর পেয়ে তড়িঘড়ি করে ব্যবসা প্রতিষ্ঠানে ছুটে আসে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ততক্ষণে গালিব ফ্যাশন হাউজটি আগুনে পুড়ে ভষ্মিভূত হয়।
পাশের দোকানের ফল ব্যবসায়ী জানান, রাত সাড়ে তিনটায় আগুনের খবর পেয়ে দোকানে ছুটে আসি। পরে দেখি পাশের কাপড়ের দোকানে দাউদাউ করে আগুন জ্বলছে, তবে আমাদের ফলের দোকানের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
গালিব ফ্যাশন হাউজের মালিকের বড় ভাই নিউ গালিব ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী শাহ আলম জানান, আমরা প্রায় ১৫ বছর আগে সিরাজগঞ্জ থেকে এসে চেলোপাড়ার ভাড়াবাড়িতে বসবাস করি এবং চাঁদনী বাজার এলাকায় কাপড়ের ব্যবসা চালু করি। আমাদের ব্যবসা মোটামুটি ভালো চলছে। কিন্তু হঠাৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করলে আমরা দেখতে পাই আমার ছোট ভাইয়ের দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। ইউসিবি ও পূবালী ব্যাংকের বগুড়া শাখা থেকে আমার ভাই লোন নিয়ে এই ব্যবসা পরিচালনা করছে। সকালে আমার ভাই মানসিক চাপে স্ট্রোক করেছে এখন সে কথা বলতে পারছে না তাকে আমরা বগুড়ায় ইসলামী হাসপাতালে ভর্তি করিয়েছি।
ইউসিবি ব্যাংকের একজন কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, শরিফুল ইসলাম আমাদের ব্যাংক থেকে লোন নিয়ে কাপড়ের ব্যবসা করছে। আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিব।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ভোর রাতে খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। পরবর্তীতে আবারো আমরা ফোন পাই পাশের দোকানে ধোঁয়া বের হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক তারগুলো বিচ্ছিন্ন করেছি। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে আমরা এখনো কোন সিদ্ধান্তে উপনীত হতে পারিনি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মানসিক ভারসাম্যহীনতায় হাসপাতালে ভর্তি আছে তিনি সুস্থ হলে আমরা তার সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবো।