আজাদুর রহমান:
বগুড়ায় স্বামীকে ভয়-ভীতি দেখিয়ে স্ত্রীকে গণধর্ষণের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে গাবতলী মডেল থানা পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে গাবতলী উপজেলার মহিষাবান মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাব্বি, আব্দুল অহেদ, হৃদয়, নুর আলম ওরফে নিশাদ ও কাউছার। তারা সবাই মহিষাবান মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের কলোনি এলাকার (ভারাটিয়া) এক গৃহবধূ তার ইজিবাইকচালক স্বামীকে নিয়ে সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে বেড়াতে যান। বেড়ানো শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া শহরের বাসায় ফেরার পথে গাবতলীর মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় গ্রেফতারকৃতরা তাদের ইজিবাইক ঘিরে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে ফসলি জমিতে নিয়ে স্বামীকে অস্ত্রের মুখে আটকে রেখে অভিযুক্তরা ওই গৃহবধূকে গণধর্ষণ করে।
এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ওই গৃহবধূ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০০ এর ৯(১) ধারায় ধর্ষণ মামলা করেন। পরে ভোররাতে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরে আসামিদেরকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সঞ্চিতা ইসলামের আমলী আদালত গাবতলী বরাবরে উপস্থাপন করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।