আজাদুর রহমান:
বগুড়ায় গৃহবধূকে মারধরের ঘটনায় তার ছেলে আব্দুর রাহাত সদর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন নারুলী ইছাইদহ এলাকার মৃত আব্দুস ছাতার এর ছেলে ইমরান খান।
মামলা সূত্রে জানা গেছে, ইমরান প্রতিবেশী রাহাতের বাড়ির উত্তর পার্শ্বে ৪ তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করে পোল্ট্রি মুরগীর ফার্ম করেছে। এবং প্রতিনিয়ত পোল্ট্রি মুরগীর যাবতীয় বিষ্ঠা, আবর্জনা বাড়ির উপর নিক্ষেপ করে। এ ঘটনায় ২৮ মার্চ দুপুর দেড়টায় রাহাতের মা বাঁধা দিলে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে একপর্যায়ে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহাম্মদ আলী হসপিটাল পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করলে ৩ রা এপ্রিল পুলিশ অভিযান চালিয়ে আসামি ইমরান খান কে গ্রেফতার করে ৪ ঠা এপ্রিল আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। এ বিষয়ে বগুড়া সদর থানায় উপ-পরিদর্শক এস আই রাসেল আহমেদ জানান, আমরা দ্রুত সময়ে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি। অপরাধী যেই হোক আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।