আজাদুর রহমান:
বগুড়ায় চাঁদা দাবি ও মারপিট মামলায় কিশোর গ্যাং এর লিডারকে চাকুসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃতরা হলেন শাজাহানপুর উপজেলার শাবরুল এলাকার আব্দুল মালেকের ছেলে হানিফুর ইসলাম হিরু (২২), ও একই উপজেলার উদ্দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তারেক (১৯)।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, শাজাহানপুর থানাধীন সাবরুল গ্রামের আজিজুল হকের মেয়ে আজমি আরার ছেলে মিনহাজ এর নিকট থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়াই জমিতে পানি সেচ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত অবস্থায় মিনহাজকে হামলা করে। এ সময় বার্মিজ চাকু দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।
পরবর্তীতে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়ের হলে গোয়েন্দা নজরদারির মাধ্যমে শাজাহানপুর উপজেলার শাবরুল এলাকার আব্দুল মালেকের ছেলে হানিফুর ইসলাম হিরু (২২), ও একই উপজেলার উদ্দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তারেক (১৯)কে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
গ্রেফতারকৃতদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করার মাধ্যমে আদালতে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।