আজাদুর রহমান:
ইতিপূর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, সংশ্লিষ্ট দপ্তরের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহকারী এতিমখানা ও মাদ্রাসা গুলোকে, চামড়া সংরক্ষণের জন্য, লবন সরবরাহের বিষয়ে, বিসিক, বগুড়া দপ্তরকে নির্দেশনা দিয়েছেন বগুড়া জেলার মাননীয় জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
১৩ ই জুন, সকাল ১১ টায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে, সারিয়াকান্দি উপজেলায় চারটি এতিমখানা ও মাদ্রাসায়, কুরবানী কৃত পশুর চামড়া যথাযথ সংরক্ষণের জন্য বিনামূল্যে লবন বিতরণ করেন, বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, শিল্পনগরী কর্মকর্তা শাহীনুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রব্বানীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উক্ত লবণ বিতরণের বিষয়ে, বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক, জবাই কৃত পশুর চামড়ার, মান উন্নয়নের জন্য, সরকার এবার চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং সরবরাহের বিষয়ে যথাযথ নির্দেশনা প্রদান করেছেন। বগুড়ার মান্যবর জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা বিনামূল্যে লবণ বিতরণের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। আশা করি এবার চামড়ার দাম তুলনামূলক বাড়বে এবং বগুড়ায় চামড়া নষ্ট হবে না, পাশাপাশি লবণের কোন ঘাটতি হবে না।