আজাদুর রহমান:
বগুড়ায় ছুটিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শান্ত মিয়া তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতলা সাহা পাড়া গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
২ রা ফেব্রুয়ারি বিকালে শহরের চক ফরিদ কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ত্রাসীরা শান্তর শরীরে বিভিন্ন জায়গায় চাকু দ্বারা আঘাত করে। এ সময়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত পুলিশের সহকারি উপ পরিদর্শক লালন হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।