আজাদুর রহমান:
বগুড়ায় চেলোপাড়া ফতেহ আলী নিম্নাণাধীন সেতু সংলগ্ন বস্তিতে আগুনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ১১ ই মার্চ (রবিবার) এ ঘটনায় ১৪ টি বাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর পরিমল চন্দ্র দাস।
জানাগেছে, দিঘদিন ধরে চেলোপাড়া বস্তিতে বেশকিছু অসহায় পরিবার বসবাস করে আসছে। ১১ ই মার্চ সকাল দুপুর ১২টায় চেলোপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে জাতীয় জরুরি সেবার ট্রিপল নাইনে ফোন করে স্থানীয়রা। এ সময় বগুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাস জানান, সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ১৪ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের ঘড় নিম্নানের ব্যাবস্থা করছি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে। পাশাপাশি আমরা পৌরসভা তাদের সহযোগীতা করছি।