আজাদুর রহমান:
বগুড়ায় ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। আহত যুবকের নাম সৌরভ হোসেন সজীব (২০) ।
সে বগুড়া শহরের সুলতানগঞ্জ এলাকার সাহাবুল মিয়ার ছেলে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সিলিমপুর পুলিশ ফাঁড়ি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার ১১ই মার্চ বেলা ১২ টায় বগুড়া শহরের সুলতানগঞ্জ এলাকায় সৌরভ হোসেন সজিব (২০) পিতাঃ মোঃ সাহাবুল মিয়ার কে দুষ্কৃতকারী কর্তৃক ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করেন। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান আহতের পরিবার।